ছড়ার মজা
ভাটা মাছে উজান টানে
নদী খালের জলে
ভারি মজা এই যে দৃশ্য
খোকা খুকি বলে।
গভীর বনে মৌমাছিরা
মধুর বানায় চাক
মধুর লোভে হানা দিয়ে
ঘোর বিপদে কাক।
টিনের চালে নূপুর বাজে
টুন টুনা টুন টুন
ভালো লাগে আষাঢ় মাসে
পান্তা,মরিচ নুন।
মেঘেরা হয় উথাল পাতাল
সাদা কালো মেঘ
ছুটছে তারা এমনি করে
যাবে ছুটে হেগ!
No comments:
Post a Comment