Sunday, July 6, 2025

গাছই আপন।। বিজন বেপারী

গাছ‌ই আপন
বিজন বেপারী 

Published from Blogger Prime Android App

গাছ লাগালে দুঃখ কমে
সকল মানুষের
একটু জমি ফেলনা না যায় 
যেথায় মাটির ঘের।

বাড়ির উপর আশে পাশে 
লাগাই ফলের গাছ 
ছোট্ট শিশুর ভরবে যে মন
ছাড়বে না এর পাছ।

প্রকৃতিতে অক্সিজেন দেয়
ফলমূল খাদ্য
হাজার হাজার টাকা আনে
বাজে বিয়ের বাদ্য।

অকৃতজ্ঞ নয় তো যে গাছ
প্রতিদান সে দেয়
বৃক্ষরোপণ করি সবাই 
নিধন‌ই অন্যায়।


No comments:

Post a Comment

সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও ।। ময়ূখ রঞ্জন ঘোষ

জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফিরে সিংহ দুয়ার দিয়ে ভিতরে ঢুকতে যাবে আর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন মা লক্ষ্মী। মারাত্মক অভিমান। কোন অনুনয়...

Popular Post