গাছই আপন
বিজন বেপারী

গাছ লাগালে দুঃখ কমে
সকল মানুষের
একটু জমি ফেলনা না যায়
যেথায় মাটির ঘের।
বাড়ির উপর আশে পাশে
লাগাই ফলের গাছ
ছোট্ট শিশুর ভরবে যে মন
ছাড়বে না এর পাছ।
প্রকৃতিতে অক্সিজেন দেয়
ফলমূল খাদ্য
হাজার হাজার টাকা আনে
বাজে বিয়ের বাদ্য।
অকৃতজ্ঞ নয় তো যে গাছ
প্রতিদান সে দেয়
বৃক্ষরোপণ করি সবাই
নিধনই অন্যায়।
No comments:
Post a Comment