বিজন বেপারী
মেছো ভুত আর গেছো ভুতে
বন্ধু ভারি খুব
জেলে পাড়ায় ঘাপটি মারে
মগ ডালেতে চুপ।
যতো মাছই পায় না জেলে
ওরাই দুজন খায়
জেলে ভাবে, মাছগুলো ভাই
কোথায় চলে যায়?
হঠাৎ দ্যাখে মাছের কাঁটা
নায়ে আছে পড়ে
চালাক জেলে সব বুঝে যায়
আগুন জ্বেলে ধরে।
জেলের ডিঙি শ্বাস ফিরে পায়
ভরে এবার মাছে
গেছো ভুত আর মেছো ভুতে
কান্না করে গাছে।
No comments:
Post a Comment