Sunday, July 6, 2025

ভুতে ভুতে ভাব।। বিজন বেপারী



ভুতে ভুতে ভাব
বিজন বেপারী 

মেছো ভুত আর গেছো ভুতে
বন্ধু ভারি খুব 
জেলে পাড়ায় ঘাপটি মারে
মগ ডালেতে চুপ।

যতো মাছ‌ই পায় না জেলে
ওরাই দুজন খায়
জেলে ভাবে, মাছগুলো ভাই
কোথায় চলে যায়?

হঠাৎ দ্যাখে মাছের কাঁটা 
নায়ে আছে পড়ে 
চালাক জেলে সব বুঝে যায় 
আগুন জ্বেলে ধরে।

জেলের ডিঙি শ্বাস ফিরে পায়
ভরে এবার মাছে
গেছো ভুত আর মেছো ভুতে
কান্না করে গাছে।



No comments:

Post a Comment

সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও ।। ময়ূখ রঞ্জন ঘোষ

জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফিরে সিংহ দুয়ার দিয়ে ভিতরে ঢুকতে যাবে আর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন মা লক্ষ্মী। মারাত্মক অভিমান। কোন অনুনয়...

Popular Post