Sunday, July 6, 2025

রবি ঠাকুর ।। মোঃ সৈয়দুল ইসলাম

 রবি ঠাকুর 

মোঃ সৈয়দুল ইসলাম




কবিগুরু রবি ঠাকুর
বাঙালি এক কবি,
হদয় মাঝে এঁকেছিলেন
দুই বাংলারই ছবি।

দুই বাংলাকে ভালোবেসে
লিখেছেন মধুর গান,
যতোই শুনি কাছে টানে
মন করে আনচান।


লিখেছেন কতো গল্প কবিতা
শিশু কিশোর ছড়া,
মুখের ভাষায় ছড়িয়ে গেছে
সুবিশাল এই ধরা।

কাব্যকথায় রবি ছিলেন
সুভাস ছড়ানো ফুল,
বিশ্ব বুকে হাজারো কবি
নেই তাঁর সমতূল।

No comments:

Post a Comment

সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও ।। ময়ূখ রঞ্জন ঘোষ

জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফিরে সিংহ দুয়ার দিয়ে ভিতরে ঢুকতে যাবে আর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন মা লক্ষ্মী। মারাত্মক অভিমান। কোন অনুনয়...

Popular Post